অত‍্যন্ত সংকটজনক অবস্থায় সৌমিত্র চট্টোপাধ‍্যায় : পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা

12th October 2020 5:29 pm কলকাতা
অত‍্যন্ত সংকটজনক অবস্থায় সৌমিত্র চট্টোপাধ‍্যায় : পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : অত‍্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বাঙালীর অন‍্যতম আবেগ কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ‍্যায় । ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হতে পারে বলে চিকিৎসকদের সুত্রে জানা গিয়েছে । শনিবার থেকে করোনা আক্রান্ত সৌমিত্র বাবুর প্লাজমা থেরাপি শুরু হয়েছে । অনান‍্য আরো নানা ধরনের শারিরীক সমস‍্যা রয়েছে তাঁর । যা উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের । তবে সৌমিত্র চট্টোপাধ্যায় এর অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে । চিকিৎসকদের বিশেষ প্রতিনিধি দল পর্যবেক্ষনে রেখেছেন বাঙালীর " ফেলুদা " - কে । সময় যত গড়াচ্ছে তত ই আপামর বাঙালীর দুশ্চিন্তা বাড়ছে । দীর্ঘদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত তিনি । মূত্রনালীতেও সংক্রমণ দেখা দিয়েছে । বেলভিউ হাসপাতাল কতৃপক্ষ বুলেটিনে জানিয়েছে , তাঁর মধ‍্যে মানসিক অস্থিরতা লক্ষ‍্য করা যাচ্ছে । জ্বরের সাথে বুকে সংক্রমণ রয়েছে । তবে অবস্থা স্থিতিশীল । আপামর বাঙালী দ্রুত আরোগ‍্য কামনায় সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের জন‍্য । ফিরে আসুন উদয়ন পন্ডিত । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।